সুইজারল্যান্ডের ক্রাঁ-মঁতানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় ইতালীয় নিহত: তাজানি
সুইজারল্যান্ডের পর্যটন শহর Crans-Montana-তে নববর্ষের রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী Antonio Tajani।
সুইস কর্তৃপক্ষ রোববার সকালে নতুন করে আরও ১৬ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে। এর ফলে এখন পর্যন্ত শনাক্ত হওয়া নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে, যদিও মোট মৃতের সংখ্যা ৪০ জন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ১১৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ভ্যালাইস ক্যান্টনের পুলিশ জানায়, ক্রাঁ-মঁতানার “Le Constellation” নামের একটি বিনোদনকেন্দ্রে আগুন লাগার পর উদ্ধারকাজ চালিয়ে মরদেহ শনাক্ত করা হচ্ছে। সর্বশেষ শনাক্ত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন তিনজন তরুণ ইতালীয় নাগরিক—১৬ বছর বয়সী বোলোনিয়ার জিওভান্নি তামবুরি, মিলানের সমবয়সী আকিল্লে বারোসি এবং দুবাইয়ে বসবাসকারী এমানুয়েলে গালেপ্পিনি, যিনি ইতালীয় ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিক ছিলেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে লসান হাসপাতালের ডিএনএ পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে নিহতদের দেহাবশেষের জেনেটিক তথ্যের সঙ্গে স্বজনদের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সূত্র: Euronews
লিংক:
https://it.euronews.com/my-europe/2026/01/04/incendio-a-crans-montana-identificate-24-vittime-tre-sono-giovani-italiani
২০২৬ সালে ইউরোপে যেসব গুরুত্বপূর্ণ নির্বাচন রাজনীতি বদলে দিতে পারে
২০২৬ সালে ইউরোপজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া একাধিক জাতীয় নির্বাচন ইউরোপীয় রাজনীতি ও ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। Euronews–এর বিশ্লেষণে বলা হয়েছে, আগামী বছর ইউরোপের অনেক দেশেই ভোটারদের সামনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসছে।
এর পটভূমি তৈরি হয়েছে ২০২৫ সালের ঘটনাবহুল নির্বাচনী বছরের মধ্য দিয়ে। সে বছর Romania বিদেশি হস্তক্ষেপ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার কারণে আলোচনায় আসে। অন্যদিকে Poland–এ প্রধানমন্ত্রী Donald Tusk প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের বিরুদ্ধে নিজের দলের অবস্থান শক্ত করতে ব্যর্থ হন।
একই সময়ে Germany-তে খ্রিস্টান ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় ফিরে আসে। আর Czech Republic-এ রক্ষণশীল ধনকুবের Andrej Babiš পুনর্নির্বাচিত হন।
রাজনৈতিক দিক থেকে ইউরোপ ২০২৬ সালে প্রবেশ করছে এক জটিল পরিস্থিতির মধ্যে। পূর্ব ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলমান, ইউক্রেনকে কীভাবে সহায়তা করা হবে—তা নিয়ে ইইউ সদস্যদের মধ্যে মতভেদ রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কও আগের তুলনায় আরও টানাপোড়েনের মধ্যে পড়েছে।
এই প্রেক্ষাপটে ২০২৬ সালের নির্বাচনগুলো ইউরোপের রাজনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে পারে।
বিশেষভাবে নজর রয়েছে Hungary-র নির্বাচনের দিকে। ২০২৬ সাল ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কোনো প্রধানমন্ত্রীর শাসনের অবসান ঘটাতে পারে। Viktor Orbán ১৯৯৮-২০০২ এবং ২০১০ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছেন। ষষ্ঠ মেয়াদের জন্য লড়াইয়ে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সাবেক ফিদেস সদস্য ও বর্তমান বিরোধী নেতা Péter Magyar।
বিশ্লেষকদের মতে, এসব নির্বাচন শুধু সংশ্লিষ্ট দেশগুলোর সরকারই নয়, বরং পুরো ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ দিকনির্দেশও প্রভাবিত করতে পারে।
সূত্র: Euronews
লিংক:
https://it.euronews.com/my-europe/2025/12/31/le-principali-elezioni-previste-in-europa-nel-2026
মাইক্রোপ্লাস্টিক দুর্বল করে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবীর প্রাকৃতিক ঢাল
মাইক্রোপ্লাস্টিক দূষণ শুধু পরিবেশের জন্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে—এমন সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা।
বিজ্ঞানীদের মতে, সমুদ্রের ভেতরে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক কণাগুলো বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস শোষণের ক্ষেত্রে সমুদ্রের স্বাভাবিক ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এতে করে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সমুদ্রের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তা হুমকির মুখে পড়ছে।
United Nations–এর তথ্য অনুযায়ী,
সমুদ্র পৃথিবীর প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় ৫০ শতাংশ উৎপাদন করে
মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রায় ৩০ শতাংশ শোষণ করে
এবং অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ ধরে রাখে
এই কারণেই সমুদ্রকে পৃথিবীর সবচেয়ে বড় কার্বন সিঙ্ক এবং বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধের এক অপরিহার্য প্রাকৃতিক ঢাল হিসেবে ধরা হয়।
তবে নতুন এক গবেষণায় বলা হয়েছে, মাইক্রোপ্লাস্টিক ও সমুদ্রের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ভূমিকার মধ্যকার সম্পর্ক এতদিন গুরুত্বসহকারে উপেক্ষিত ছিল। গবেষকরা সতর্ক করেছেন, এই দূষণ অব্যাহত থাকলে সমুদ্র তার জলবায়ু-নিয়ন্ত্রক ক্ষমতা ধীরে ধীরে হারাতে পারে।
গবেষণাটি Journal of Hazardous Materials: Plastic–এ প্রকাশিত হয়েছে। এতে বিজ্ঞানীরা পরিস্থিতি মোকাবিলায় “জরুরি বৈশ্বিক পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্লাস্টিক দূষণ কমাতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে জলবায়ু সংকট আরও গভীর হতে পারে এবং এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে।
সূত্র: Euronews
লিংক:
https://it.euronews.com/green/2026/01/06/microplastiche-erodono-lo-scudo-naturale-della-terra-contro-il-cambiamento-climatico
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় যা বললেন ‘গ্রেপ্তার’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
‘গ্রেপ্তার’ অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট Nicolás Maduro-কে যুক্তরাষ্ট্রে আনার একটি ভিডিও প্রকাশ করেছে White House। ভিডিওটি প্রকাশ করা হয় হোয়াইট হাউসের Rapid Response 47 নামে পরিচিত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।
ভিডিও ফুটেজে দেখা যায়, হাতকড়া পরানো অবস্থায় মাদুরোকে Drug Enforcement Administration (DEA)-এর নিউইয়র্ক কার্যালয়ের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে পাহারা দিচ্ছিলেন।
সংক্ষিপ্ত ওই ভিডিওতে মাদুরোকে শান্ত ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। করিডোর দিয়ে যাওয়ার সময় তাকে বলতে শোনা যায়, “গুড নাইট” এবং “হ্যাপি নিউ ইয়ার”—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানের পর মাদুরোকে আটক করা হয়। পরে তাকে এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, মাদুরোর বিরুদ্ধে **মাদক-সন্ত্রাসবাদ (narco-terrorism)**সহ একাধিক গুরুতর অভিযোগ আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনা বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/bulletin/news/white-house-trump-nicolas-maduro-capture-venezuela-b2894140.html
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে প্রস্তুত যুক্তরাজ্য: স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer বলেছেন, জাতীয় স্বার্থে প্রয়োজন হলে দেশটি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাজ্য ইইউর সিঙ্গেল মার্কেটের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে পারে, যদিও ব্রেক্সিট–পরবর্তী নীতিতে বড় কোনো পরিবর্তনের কথা এখনই নিশ্চিত করেননি।
তবে স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাজ্য ইইউর কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেবে না। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে করা বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর কথা উল্লেখ করেন, যা কাস্টমস ইউনিয়নে ফিরলে ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি মনে করেন।
এছাড়া তিনি ফ্রি মুভমেন্টে (freedom of movement) ফিরে যাওয়ার সম্ভাবনাও নাকচ করেছেন। তবে একই সঙ্গে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে তরুণদের জন্য একটি নতুন কর্মসংস্থান ও কাজের সুযোগ বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
স্টারমারের এই মন্তব্য তার মন্ত্রিসভার ভেতর নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী Wes Streeting কাস্টমস ইউনিয়নের সম্ভাব্য “বিরাট অর্থনৈতিক সুফল”-এর কথা বলায় সরকারে মতবিরোধ দেখা দিয়েছিল।
এদিকে লিবারেল ডেমোক্র্যাটরা কাস্টমস ইউনিয়ন নিয়ে সংসদে নতুন করে ভোট আয়োজনের উদ্যোগ নিতে চায়। একই সঙ্গে লেবার পার্টির শীর্ষ নেতারা ক্রমশ ব্রেক্সিটের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরছেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এই আলোচনা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও বড় ইস্যু হয়ে উঠতে পারে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/bulletin/news/brexit-starmer-eu-europe-plan-b2894288.html
ভেনেজুয়েলা শাসন করবে না যুক্তরাষ্ট্র, তবে তেলের মাধ্যমে চাপ অব্যাহত থাকবে: রুবিও
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সরাসরি শাসন করবে না, তবে নীতিগত পরিবর্তন আনতে তেল খাতকে চাপের মাধ্যম হিসেবে ব্যবহার করবে—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio।
সম্প্রতি এক মার্কিন অভিযানে ভেনেজুয়েলার নেতা Nicolás Maduro ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হন। পরে তাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের (narco-terrorism conspiracy) অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald Trump মন্তব্য করেছিলেন, মাদুরো অপসারিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে “পরিচালনা” করবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে মার্কো রুবিও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিচালনা করবে না। তবে তিনি জানান, দেশটির ওপর একটি “তেল-নিষেধাজ্ঞা বা অয়েল কোয়ারেন্টাইন” বজায় রাখা হবে, যার মাধ্যমে রাজনৈতিক সংস্কার নিশ্চিত করা এবং মাদক পাচার দমন করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রী Cilia Flores-কে কারাকাসে তাদের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। তারা শিগগিরই ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির হবেন।
এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট Delcy Rodríguez মাদুরোর মুক্তির দাবি জানিয়েছেন এবং তাকে দেশের বৈধ নেতা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ আদালত তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। তবে এসব ঘটনার মধ্যেও রাজধানী কারাকাসে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে আরও উত্তেজনা তৈরি হতে পারে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/bulletin/news/nicolas-maduro-venezuela-oil-trump-b2894274.html
ফ্যারাজকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাওয়া ঠেকাতে লেবারের সেরা ভরসা অ্যান্ডি বার্নহাম: শীর্ষ জরিপ বিশ্লেষক
যুক্তরাজ্যের শীর্ষ জরিপ বিশ্লেষক অধ্যাপক John Curtice বলেছেন, লেবার পার্টির পক্ষে নাইজেল ফ্যারাজকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ঠেকানোর সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছেন Andy Burnham।
দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রধানমন্ত্রী Keir Starmer-এর কড়া সমালোচনা করেন। তার মতে, স্টারমারের কাছে দেশের জন্য স্পষ্ট কোনো দৃষ্টিভঙ্গি নেই এবং তিনি মনে করেন না যে স্টারমার ভবিষ্যতে নিজেকে একজন কার্যকর রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে পারবেন।
স্যার জন কার্টিস বলেন, ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব দেওয়ার জন্য স্টারমারের প্রয়োজনীয় দক্ষতা ও রাজনৈতিক কৌশল নেই। তিনি আরও ইঙ্গিত দেন, ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যের কোনো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তিত হলে তিনি অবাক হবেন না।
এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার জোর দিয়ে বলেছেন, তিনি আগামী বছরও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তিনি সতর্ক করে বলেন, তাকে সরানোর যেকোনো প্রচেষ্টা Reform UK এবং তাদের নেতা Nigel Farage-এর জন্য “উপহার” হয়ে দাঁড়াবে।
তবে স্যার জন কার্টিসের মতে, লেবার পার্টির ভেতরে যথেষ্ট সমর্থন এবং সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা—এই দুই দিক থেকেই কেবল অ্যান্ডি বার্নহামেরই বাস্তব সম্ভাবনা রয়েছে স্টারমারের জায়গায় কার্যকর বিকল্প হিসেবে উঠে আসার।
বিশ্লেষকদের ধারণা, লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এই আলোচনা ব্রিটিশ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে, বিশেষ করে ফ্যারাজ ও রিফর্ম ইউকের উত্থানের প্রেক্ষাপটে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/news/uk/politics/andy-burnham-prime-minister-john-curtice-keir-starmer-b2886089.html
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে উঠেছে একাধিক বিস্ফোরণে। শনিবার ভোরে দেশটির রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এই অভিযানকে একটি “বৃহৎ পরিসরের হামলা” হিসেবে উল্লেখ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট Nicolás Maduro-কে আটক করা হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, মাদুরোর বর্তমান অবস্থান এখনো নিশ্চিত নয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ২টার দিকে Venezuela-র রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ ঘটে। এসব হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন। তিনি মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ, অবৈধ অভিবাসন ইস্যু এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের বিষয় উল্লেখ করেন।
অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দেশের সম্পদ লুটের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।
এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। Russia ও Iran যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সশস্ত্র আগ্রাসন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা লাতিন আমেরিকা এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/bulletin/news/venezuela-maduro-captured-us-trump-attacks-b2893917.html
কর ফাঁকি রোধে ইতালিতে রেজিস্ট্রার ও POS সংযোগ বাধ্যতামূলক, কার্যকর ২০২৬ থেকে
ইতালিতে কর ফাঁকি কমাতে নতুন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত টেলিমেটিক ক্যাশ রেজিস্টার (registratori telematici) এবং POS মেশিন পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
এই নতুন নিয়মের লক্ষ্য হলো ভ্যাট (IVA) ফাঁকি রোধ করা এবং নগদ ও ডিজিটাল লেনদেনের ওপর আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা। রেজিস্টারের মাধ্যমে বিক্রির তথ্য এবং POS-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট—এই দুই ব্যবস্থাকে একত্রে যুক্ত করে কর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হবে।
কর্তৃপক্ষের মতে, এই সংযোগ ব্যবস্থার ফলে বিক্রয় তথ্য ও ডিজিটাল পেমেন্টের মধ্যে মিল যাচাই করা সহজ হবে, যা কর ফাঁকির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে লেনদেনের স্বচ্ছতা বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়ম কার্যকর হলে ইতালিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বাড়বে এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: ItaliaOggi
লিংক:
https://www.italiaoggi.it
২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি চুরিতে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি, সন্দেহের কেন্দ্রে উত্তর কোরীয় হ্যাকাররা
২০২৫ সালকে ক্রিপ্টোকারেন্সি জগতের জন্য এক ভয়াবহ বছর হিসেবে দেখা হচ্ছে। সাইবার হামলার মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে বলে বিভিন্ন গবেষণা সংস্থার বিশ্লেষণে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর ওপর চালানো হামলায় প্রায় ২.৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই অঙ্ক ২০২৪ সালের ২.২ বিলিয়ন এবং ২০২৩ সালের ২ বিলিয়ন ডলারের ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। এসব তথ্য উঠে এসেছে Chainalysis, TRM Labs ও De.Fi-এর বিশ্লেষণে, যা আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, এসব হামলার পেছনে রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপগুলো। তদন্তকারীদের মতে, পিয়ংইয়ংয়ের শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়ে দেশটির গোপন সামরিক কর্মসূচি, এমনকি পারমাণবিক প্রকল্পেও অর্থায়ন করা।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার দুর্বল নিরাপত্তা এবং আন্তর্জাতিক নজরদারির সীমাবদ্ধতার সুযোগ নিয়েই এই ধরনের সংগঠিত সাইবার অপরাধ বাড়ছে। ফলে ভবিষ্যতে ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিকভাবে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সূত্র: ItaliaOggi
লিংক:
https://www.italiaoggi.it/diritto-e-fisco/fisco/furti-di-criptovalute-quasi-3-miliardi-rubati-nel-2025-dominano-gli-hacker-nordcoreani-ox1v5lny
সর্বজনীন স্কুল মিল চালু হলে ক্ষুধা কমবে, খাদ্যজনিত দূষণ অর্ধেকে নামতে পারে: গবেষণা
নতুন এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সব শিশুর জন্য সর্বজনীন স্কুল মিল (Universal School Meals) চালু করা গেলে বৈশ্বিক ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে এবং খাদ্যাভ্যাসজনিত পরিবেশ দূষণ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
গবেষকদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে মাত্র প্রতি পাঁচজন শিশুর একজন স্কুলে খাবার পায়। এই পরিসর বাড়িয়ে যদি সব শিশুকে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে বৈশ্বিক অপুষ্টির হার প্রায় ২৪ শতাংশ কমানো সম্ভব।
লন্ডনের University College London (UCL)-এর বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, ২০৩০ সালের মধ্যে প্রতিটি শিশুকে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব স্কুল মিল দেওয়া গেলে—
প্রতি বছর খাদ্যজনিত রোগে ১০ লক্ষেরও বেশি মৃত্যু প্রতিরোধ করা সম্ভব
খাদ্যাভ্যাসের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি অর্ধেকে নামানো যেতে পারে
গবেষণায় আরও বলা হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যাপ্ত ভিটামিন না পাওয়া মানুষের সংখ্যা প্রায় ১২ কোটি কমে যেতে পারে।
UCL-এর ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষণা দলের প্রধান এবং এই গবেষণার সংশ্লিষ্ট লেখক Marco Springmann বলেন,
“আমাদের বিশ্লেষণ দেখায়, স্বাস্থ্যকর ও টেকসই স্কুল মিল বিশ্বের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্য ও পরিবেশ—দুটোর ক্ষেত্রেই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, স্কুল মিল শুধু শিশুদের পুষ্টি নিশ্চিত করেই নয়, বরং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: Euronews
লিংক:
https://www.euronews.com/health/2025/12/30/new-study-says-universal-school-meals-could-cut-hunger-and-halve-diet-related-emissions
ইতালির সংসদ ২০২৬ সালের বাজেট অনুমোদন করেছে, ঘাটতি কমানোর উদ্যোগ
ইতালির সংসদ ২০২৬ সালের জন্য সরকারের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে বাজেটটি পাস হয়, যেখানে বাজেট ঘাটতি কমানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রায় ২২ বিলিয়ন ইউরো সমপরিমাণ এই বাজেটের মাধ্যমে ২০২৬ সালে দেশের বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (GDP) ২.৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে এই ঘাটতির লক্ষ্যমাত্রা ছিল ৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
সংসদের নিম্নকক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত ভোটে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বাজেটটির পক্ষে ভোট দেয়। ভোটাভুটিতে বাজেটের পক্ষে পড়ে ২১৬টি ভোট, বিপক্ষে পড়ে ১২৬টি ভোট।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি ঋণ ও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে আনা হবে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ঘাটতি কমানোর নামে সামাজিক খাতে ব্যয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/news/italy-parliament-rome-giorgia-meloni-european-central-bank-b2892238.html
ইতালিতে কেবল কার দুর্ঘটনায় অন্তত চারজন আহত, প্রায় ১০০ জন আটকা
ইতালির উত্তরাঞ্চলের পিয়েমন্ত অঞ্চলে একটি কেবল কার দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনার পর পাহাড়ের ওপর প্রায় ১০০ জন যাত্রী আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মাকুগনাগা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি কেবল কার কেবিন যথাসময়ে গতি কমাতে না পারায় স্টেশনের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় উপরের কেবিনের তিনজন যাত্রী এবং নিচে দায়িত্বে থাকা একজন অপারেটর আহত হন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের কেউই গুরুতর বা প্রাণঘাতী অবস্থায় নেই।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে মন্টে মোরো পাহাড়ের ওপরের স্টেশনে আটকে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। আটকে পড়াদের মধ্যে শিশু ও বিদেশি পর্যটকরাও ছিলেন।
উল্লেখ্য, কেবল কার পরিষেবাটি প্রথম চালু হয় ১৯৬২ সালে এবং দুই বছর আগে এটি সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনার পর কেবল কার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের স্কি স্লোপও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: The Independent
লিংক:
https://www.independent.co.uk/bulletin/news/italy-cable-car-crash-macugnaga-b2892276.html
হামাসে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার, ৮ মিলিয়ন ইউরো জব্দ
হামাসকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ইতালিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই অভিযানে প্রায় ৮ মিলিয়ন ইউরো মূল্যের অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।
ইতালীয় কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা দাতব্য সংগঠনের আড়ালে অর্থ সংগ্রহ করে তা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে পাঠাত। তদন্তকারীরা জানিয়েছেন, এই অর্থের একটি অংশ আত্মঘাতী হামলায় জড়িত ব্যক্তিদের পরিবার এবং সন্ত্রাসবাদের মামলায় কারাবন্দিদের সহায়তায় ব্যবহৃত হতো।
এই অভিযানটি পরিচালনা করে ইতালির পুলিশ ও আর্থিক অপরাধ দমন বাহিনী গার্দিয়া দি ফিনানজা। পুরো কার্যক্রমটি জেনোয়ার জেলা অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেররিজম দপ্তরের সমন্বয়ে পরিচালিত হয়।
তদন্তে আরও বলা হয়েছে, জেনোয়া ও মিলানভিত্তিক তিনটি সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের একটি জটিল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন হামাসের বিদেশি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাকি দুজন সংগঠনটিকে বাহ্যিক সহায়তা দিতেন বলে অভিযোগ করা হয়েছে।
সূত্র: Euronews
লিংক:
https://www.euronews.com/2025/12/27/9-arrested-and-8-million-seized-in-illicit-hamas-financing-probe-in-italy
২০২৬ সালে ইউরোপের রাজনীতি বদলে দিতে পারে যেসব নির্বাচন
ইউরোপজুড়ে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন জাতীয় নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ইউরোনিউজের বিশ্লেষণ অনুযায়ী, আসন্ন বছরটি ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক পরীক্ষার সময়।
২০২৫ সালেই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে উচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচন দেখা গেছে। রোমানিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি হস্তক্ষেপের সমন্বিত প্রচারণা দেশটির রাজনীতিকে নাড়িয়ে দেয়। অন্যদিকে পোল্যান্ডে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের বিরুদ্ধে নিজের দলের অবস্থান শক্ত করতে ব্যর্থ হন।
এদিকে জার্মানিতে খ্রিস্টান ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় ফিরে আসে। একই সময়ে চেক প্রজাতন্ত্রে ডানপন্থী ধনকুবের আন্দ্রেই বাবিশ পুনর্নির্বাচিত হন, যা ইউরোপের রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে।
এমন প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালে প্রবেশ করছে ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের চাপ নিয়ে। পূর্ব সীমান্তে যুদ্ধ চলতে থাকায় কিয়েভকে কীভাবে সহায়তা করা হবে, তা নিয়ে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ স্পষ্ট হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও ইউরোপের ভেতরে উত্তেজনা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো শুধু জাতীয় সরকারই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের দিকনির্দেশও বদলে দিতে পারে।
সূত্র: Euronews
লিংক:
https://www.euronews.com/my-europe/2025/12/31/the-elections-that-will-shape-europe-in-2026